দাবি আলাদা। তবে প্রতিবাদ জানানোর পন্থা এক। আগেই ঠিক ছিল আগামী বুধ এবং বৃহস্পতিবার কলকাতায় আম্বেদকর মূর্তির পাদদেশে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ধরণায় বসবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা এবার পথে নামছে রাজ্য বিজেপি। গেরুয়া শিবির সূত্রে খবর, ওই দু দিন তারা ধরণায় বসবে উত্তর কলকাতার শ্যামবাজারে। তাদের ওই কর্মসূচিতে থাকবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দক্ষিণবঙ্গের সব বিধায়কদের ওই ধরণায় হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের অনুমতি না পেলে, এখন থেকেই আদালতে যাওয়ার কথা বলছে রাজ্য বিজেপি।
বৃহস্পতিবার বিকেলেই ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরেছেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য ছাড়ার আগেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনায় নিজের কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মমতা। তার পাল্টা হিসাবে বঙ্গ বিজেপি শিবিরের দাবি, কেন্দ্রের দেওয়া টাকা কোনও হিসাব এখনও পর্যন্ত দিতে পারেনি রাজ্য। তাদের প্রতিবাদ এই জায়গাতেই।
সবমিলিয়ে আগামী সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার সরগরম হতে চলেছে কলকাতা। একদিকে তৃণমূল নেত্রীর ধরণা। তারমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। সেই তালিকায় এবার যোগ হল শ্যামবাজারে বিজেপির কর্মসূচি।