পাঁচ রাজ্যে নির্বাচনে (Assembly Election Results 2022) বিজেপির ভাল ফলের প্রভাব পড়ল বাংলার বিধানসভাতে। বাজেট অধিবেশনে (Budget Session) এসে গেরুয়া আবির খেলেন বিজেপি বিধায়করা। বিজয় উৎসবের নেতৃত্ব দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। চলল মিষ্টিমুখও। পাঁচ রাজ্যে বিজেপির ভাল ফলে আসানসোলের নিয়ামতপুরে বিজয় মিছিল বের করেন বিজেপি নেতারা।
বৃহস্পতিবার বিধানসভায় যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) ছবি বুকে নিয়ে বিধানসভায় ঘুরতে দেখা যায় শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল ও অন্য বিধায়কদের। রাস্তায় পথচলতি মানুষ ও ট্যাক্সিচালকদের মিষ্টি খাওয়ান তাঁরা। আসানসোলের নিয়ামতপুরে ঢাকঢোল নিয়ে বেরোয় স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা। রাস্তায় রাস্তায় গেরুয়া আবীর খেলতে দেখা যায় বিজেপি কর্মী-সমর্থকদের।
আরও পড়ুন: পাঞ্জাবে বিশাল জয় আম আদমি পার্টির, কার্যত ছত্রভঙ্গ বাকিরা, হার হেভিওয়েটদের
এদিন সকালে ভোটগণনা শুরু হওয়ার পরই পাঁচ রাজ্যে এগিয়ে ছিল বিজেপি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্যে জয়ের উৎসব শুরু হয়। সেই আঁচ এসে পড়ল বাংলাতেও।