RG Kar: মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের সময় RG করে কী করছিলেন? বিরূপাক্ষ ও অভীকের কাছে প্রশ্ন CBI-এর

Updated : Sep 21, 2024 16:32
|
Editorji News Desk

RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে শনিবার সকালেই CGO কমপ্লেক্সে হাজির হয়েছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। এবার সেখানে হাজির হলেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক অভীক দে। ওই ঘটনার তদন্তে তাঁকেও জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারী আধিকারিকরা। 

মহিলা চিকিৎসকের খুনের ঘটনার পর অকুস্থলের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেখানে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে-কে দেখা গিয়েছিল। তারপরেই প্রশ্ন ওঠে অন্য হাসপাতালের চিকিৎসক হওয়ার পরেও কীভাবে ওই দুই চিকিৎসক সেখানে উপস্থিত ছিলেন? 

ওই ঘটনার পর বিরূপাক্ষ এবং অভীকের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। থ্রেট কালচার চালানোর পাশাপাশি নম্বর বৃদ্ধির মতো গুরুতর অভিযোগ তোলা হয় । 

খুন ও ধর্ষণকাণ্ডে সন্দীপ ঘোষকে গ্রেফতার করার পরেই বিরূপাক্ষ ও অভীককে জিজ্ঞাসাবাদ করার দাবি তুলেছিলেন আন্দোলনকারী চিকিৎসকদের একাংশ। এরপর ওই দুই চিকিৎসককে ডেকে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। 

CBI সূত্রে খবর, প্রায় ৪ ঘণ্টা ধরে বিরূপাক্ষকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। তারপর তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন অভীক। কী কারণে অকুস্থলে তাঁরা গিয়েছিলেন সেবিষয়ে জানার চেষ্টা করছেন আধিকারিকরা। 

অন্যদিকে সন্দীপ ঘোষ এবং টালা থানার OC অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। সেই ঘটনার সঙ্গে বিরূপাক্ষ বা অভীক কোনওভাবে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও সূত্রের খবর। 

এদিকে  CGO কমপ্লেক্স ঢোকার আগে বিরূপাক্ষকে জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। যদিও তিনি মুখ খুলতে নারাজ ছিলেন। তবে তদন্তে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তিনি। 

CBI

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট