ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রতিবাদ কর্মসূচি নিয়ে কড়া পদক্ষেপ বিধাননগর পুলিশের। যুবভারতী স্টেডিয়ামের ভিআইপি গেটে জমায়েত করার কথা দুই ক্লাবের সমর্থকদের। স্টেডিয়াম চত্বরে বিকেল ৪টে থেকে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা রুজু করা হয়েছে। এটি ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা। এই ধারা লাগু করা হলে স্টেডিয়াম চত্বরে সমর্থকরা জমায়েত করতে পারবেন না। বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, ডুরান্ডের ডার্বিতে গ্যালারিতে বিশৃঙ্খলা করার পরিকল্পনা ছিল। ম্যাচ বাতিল হলেও ফুটবলপ্রেমীদের ভিড়ে মিশে অশান্তির পরিকল্পনা আছে বেশ কিছু সংগঠনের। তাই ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে।
বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, প্রতিবাদ কর্মসূচিতে তাঁদের আপত্তি নেই। গোলমালের আশঙ্কায় ইতিমধ্যেই ৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের জেরা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, প্রতিবাদ কর্মসূচিতে তাঁদের কোনও আপত্তি নেই। কিন্তু জমায়েতে অশান্তি হতে পারে। ম্যাচ হলে, স্টেডিয়ামের মধ্যেই হামলা করার পরিকল্পনা ছিল বলে দাবি বিধাননগর পুলিশের। তাই দুই ক্লাবের কর্তাদের সঙ্গে কথা বলে এই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিধাননগর পুলিশ।
শনিবারই জানা গিয়েছিল, রবিবার ডার্বি হচ্ছে না। তবু আরজি কর-কাণ্ডে প্রতিবাদে একজোট হয় ইস্টবেঙ্গল, মোহনবাগানের সমর্থকরা। পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে বিধাননগর স্টেশন থেকে মিছিল করে যুবভারতীর ভিআইপি গেটে আসার কথা তাঁদের। তাঁদের প্রতিবাদ কর্মসূচি রুখতে এবার কড়া পদক্ষেপ নিল বিধাননগর পুলিশ।