Mamata Banerjee in Bhawanipur : ভবানীপুর কাণ্ডের জাল কার্যত গুটিয়ে ফেলেছে পুলিশ, দাবি মুখ্যমন্ত্রীর

Updated : Jun 08, 2022 16:44
|
Editorji News Desk

ভবানীপুরে (Bhabanipur) দম্পতি খুনের ঘটনার জাল কার্যত গুটিয়ে ফেলেছে পুলিশ (Police)। যে কোনও সময়ে ধরা পড়তে পারে আততায়ী। বুধবার উত্তরবঙ্গ (North Bengal) থেকে ফিরে সোজা ভবনীপুর যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। ঘটনাস্থল ঘুরে এই দাবি করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Vineet Goyel)। গত সোমবার রাত থেকে এই ঘটনার ব্যাপারে কলকাতা পুলিশের থেকে বারে বারে তথ্য নিয়েছেন মুখ্যমন্ত্রী। মূলত তাঁর নির্দেশেই ঘটনার রাতে ভবানীপুরে এসেছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এদিন তাঁকে পাশে নিয়েই মুখ্যমন্ত্রী দাবি করেন, এই ঘটনার পিছনে পারিবারিক কোনও বিষয় থাকতে পারে। তবে এই ব্যাপারটি পুলিশই চূড়ান্ত বলতে পারবে।

হরিশ মুখার্জি রোডের এই ঘটনায় সোমবারই নিহত অশোক শাহ ও রশ্মিতা শাহের ছোট মেয়েকে ফোন করেছিলেন মমতা। এদিন তাঁর সঙ্গে দেখাও করেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্বাচনী কেন্দ্রের মধ্যে এই ঘটনায় দোষীর কড়া শাস্তি হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে আহ্বান করেন, পাড়াকে শান্ত রাখার জন্য। তাঁর সাফ কথা ভবানীপুর শান্ত ছিল, ভবিষ্যতেও থাকবে।

দম্পতি খুনের ঘটনার পর থেকেই তাঁদের দুটি মোবাইলের খোঁজ পাচ্ছিল না পুলিশ । মোবাইলে শেষ ফোন কার এসেছিল, সেই বিষয়ে জানতেই মোবাইল ফোনের তল্লাশি শুরু  হয় । পুলিশের ধারণা, কললিস্ট দেখে কোনও প্রমাণ পাওয়া যেতে পারে । ধর্মতলা থেকে ফোন উদ্ধারের পরই কললিস্ট খতিয়ে দেখছে পুলিশ ।

ভবানীপুর দম্পতি খুনে পরতে পরতে রহস্য । হরিশ মুখার্জি রোডের বাসিন্দা এই গুজরাতি দম্পতির শরীরে একাধিক ক্ষত চিহ্ন আছে বলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে । রশ্মিতা শাহের মৃত্যু যে গুলিতেই হয়েছে সেই দাবিও করা হয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে । কারণ, তাঁর মাথার পিছনে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে । এছাড়া তাঁর স্বামী অশোক শাহের শরীরেও একাধিক ক্ষত চিহ্ন আছে বলেই দাবি । ফলে মনে করা হচ্ছে অশোক শাহকে কুপিয়ে খুন করা হতে পারে । মনে করা হচ্ছে, দুজনকে আলাদা আলাদাভাবেই খুন করা হয়েছে ।

কীভাবে খুন করা হল রশ্মিতা শাহকে ? পুলিশের প্রাথমিক অনুমান, খুব কাছ থেকে সেভেন এমএম পিস্তল থেকে গুলি করা হয় রশ্মিতাকে । কারণ ঘটনাস্থল থেকে বুলেট ও বুলেটের খোল উদ্ধার হয়েছে। একইসঙ্গে প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে, অশোকের বাড়ির উপর নজর ছিল দুষ্কৃতীদের। তদন্তকারীদের দাবি, ৬০ লক্ষ টাকায় এই বাড়ি বিক্রি রফা হয়েছিল। এরমধ্যে ১ লক্ষ টাকা অগ্রিম নেওয়া হয়েছিল।

Mamata BanerjeebhawanipurMurder at kolkata

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট