আর মাত্র কয়েকটা দিন। তারপরেই রাখী বন্ধন উৎসব। আর রাখীর উৎসবে গিফট দেওয়ার রেওয়াজ তো আছেই। তাই ইতিমধ্যে শুরু হয়ে গেছে শপিং।
মূল্যবৃদ্ধির বাজারে প্রিয়জনের জন্য কী গিফট কিনবেন তা নিয়ে চিন্তিত অনেকেই। পছন্দসই গিফট কিনতে হলেই খালি হচ্ছে পকেট। এই প্রতিবেদনেই রইল তিনটি দুর্দান্ত গ্যাজেটের সন্ধান। যেগুলো দামও কম আর অত্যন্ত নজরকাড়া।
রিং লাইট- বর্তমানে অনেকেই রিলস বা ইউটিউব শর্টস তৈরি করেন। তার জন্য প্রয়োজন রিং লাইট। ২০০ টাকার কমেই পাবেন ছোটো সাইজের রিং লাইট। রাখীতে ভাই বা বোনকে এই গিফট দিতেই পারেন।
হাতঘড়ি: ৯৯৯টাকার হাতঘড়ি মাত্র ১৯৯ টাকায় পাবেন অ্য়ামাজনে। প্রিয়জনের জন্য খুব কম খরচে এই গিফট কিনতেই পারেন। লেদার বেল্টের এই ঘড়িটি রাখীর জন্য পারফেক্ট গিফট।
ব্লুটুথ স্পিকার : কম খরচে এটা হতে পারে রাখীর দুর্দান্ত গিফট। ১৯৯ টাকার মধ্যেই ব্লুটুথ স্পিকার। যেখানে অত্যাধুনিক একাধিক সুযোগ সুবিধা রয়েছে। তবে শুধুমাত্র অনলাইন শপিং সাইট অ্যামাজনেই এই গিফ্টটি পাবেন।