গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee) প্রয়াণে শোকের ছায়া বাংলার সঙ্গীত জগতের। যাঁর গান শুনে বড় হয়েছেন বাংলার সঙ্গীত শিল্পীরা, তাঁর চলে যাওয়া যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা। পণ্ডিত অজয় চক্রবর্তী (Pandit Ajoy Chakroborty) বলেছেন, "সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক উপস্থিতি আর না থাকলেও তাঁর গান রয়ে যাবে চিরকাল।" "অভিভাবিকাকে হারালাম", বললেন গায়ক মনোময় ভট্টাচার্য (Manomoy Bhattacharya)। 'বড় শিল্পী হয়েও অহঙ্কার ছিল না', প্রয়াণের পর শ্রদ্ধা গায়িকা ইন্দ্রানী সেনের (Indrani Sen)। শোকপ্রকাশ করলেন গায়িকা সোমলতা আচার্যও (Somlata Acharya)।
গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের পর গায়ক মনোময় ভট্টাচার্য বলেন, "বাক্যহারা হয়ে গিয়েছি। আমি একজন অভিভাবিকাকে হারালাম। তিনি একজন মাতৃস্থানীয়া ছিলেন। মাঝেমাঝেই খবর নিতেন। কেমন রেওয়াজ করছি, শরীর কেমন আছে। এমন একজন মানুষ ছিলেন, যিনি মাথার ওপর হাত রাখতেন। যার ফলে শূন্যতা তৈরি হল। লতা মঙ্গেশকরের পর তাঁর মৃত্যু মানা যাচ্ছে না। ভাষা হারিয়ে ফেলছি।"
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন ইন্দ্রাণী সেনও। তিনি বলেন, "সবচেয়ে বড় গুণ নম্রতা। আজকাল সবাই বলে, আমরা বিশাল আর্টিস্ট। এই মানুষটি এত বড় শিল্পী হয়েও মাটির কাছাকাছি। তার কথায় বিনয় ফুটে ওঠে। তার লোভ সংবরণের গুণও বড় বিষয়।"
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি অসুস্থ অমল পালেকর, ভাল আছেন বলে আশ্বস্ত করলেন স্ত্রী
গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন গায়িকা সোমলতা আচার্য। তিনি বলেন, "বলার কিছু নেই। শারীরিক ভাবে না থাকলেও, তাদের কাজ আমাদের মধ্যে থাকবে। যেভাবে আগেও আমাদের সাহায্য করে এসেছে, একই রকমভাবে সেটা থাকবে।"