মে মাসের শুরু থেকেই স্বস্তি ফিরেছে বঙ্গে(Bengal Weather)। ঝড়-বৃষ্টির প্রভাবে প্রবল দাবদাহের হাত থেকে মুক্তি পেয়েছে সাধারণ মানুষ। এর মাঝেই আবার খুশির খবর দিল আবহাওয়া দফতর। আলিপুর সূত্রে খবর, কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আজও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ রয়েছে কালবৈশাখীর পূর্বাভাসও।
এপ্রিল মাসের শেষ কয়েকদিনে প্রবল দাবদাহের জেরে নাজেহাল হয়েছেন দক্ষিণবঙ্গের মানুষ৷ কিন্তু শনিবার এবং রবিবার, পর পর দু' দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ঝড় বৃষ্টির(Thunder Storm) দাপট দেখেছে৷ ঝড়বৃষ্টি হয়য়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে৷ এর মাঝেই আবার ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি রাজ্যে। আন্দামান সাগরে(Andaman) বুধবার যে ঘূর্ণাবর্ত তৈরি হবে, তা বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবারের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। আন্দামান সাগর থেকে দক্ষিণ বঙ্গোপসাগর(Bay of Bengal) এবং মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর বঙ্গোপসাগরে আসতে পারে সেই ঘূর্ণিঝড়। আপাতত অভিমুখ বাংলা বা উড়িষ্যা উপকূলের দিকে হতে পারে বলেই মনে করছেন আবহবিদরা।
এর পাশাপাশি, কলকাতাবাসীর(Rain In Kolkata) জন্যেও রয়েছে স্বস্তির খবর। জানা গেছে, আংশিক মেঘলা আকাশ থাকলেও রাতের দিকে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সব মিলিয়ে মে মাসের শুরু থেকেই তীব্র গরমের হাত থেকে কিছুটা হলেও নিস্তার মিলেছে বঙ্গবাসীর।