সেই স্লোগান তুলেই বুধবার থেকে কলকাতায় শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। দুপুরে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন মুকেশ আম্বানি, সজন জিন্দালের মতো শিল্পপতিরা। এবার এই বাণিজ্য সম্মেলনের প্রধান অতিথি ভূটানের রাজা।
এই বছরই দুই বণিকসভা CII ও ফিকির জাতীয় কর্মসমিতি হবে কলকাতাতে। বাণিজ্য সম্মেলনে যাওয়ার আগে সেখানে যাবেন মুখ্যমন্ত্রী। তুলে ধরবেন বাংলার বাণিজ্য পরিবেশকে। ওয়াকিবহাল মহলের মতে, মূলত বাংলার জন্য বাণিজ্যের আহ্বান করবেন তিনি।
ইতিমধ্যেই বাণিজ্য সম্মেলনের জন্য সাজানো হয়েছে এই শহরকে। এবার এই মেলাকে বাণিজ্যের কুম্ভ বলেই ডাকা হচ্ছে। বুধবার উদ্বোধনের আগে একটি চা-চক্রে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিশেষ গুরুত্বের তালিকায় রয়েছে, ক্ষুদ্র শিল্প থেকে তথ্যপ্রযুক্তি, চামড়া থেকে টেক্সটাইল, কৃষিভিত্তিক পণ্য থেকে কুটির শিল্প, পর্যটন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার বাণিজ্য বৈঠকে যোগ দিতে আসছেন ৪০টি দেশের প্রতিনিধিরা। থাকছেন জার্মানি ও জাপানি প্রতিনিধিরাও। সরকারি ভাবে দাবি করা হয়েছে, গত কয়েক বছরের তুলনায় এবার বাণিজ্য বৈঠক আরও বড় আকারে দেখা যাবে।