চাকরিপ্রার্থীদের বিক্ষোভে (job aspirants' agitation) উত্তাল কলকাতা। বুধবার সকাল সাড়ে ১১ টা থেকে পিএসসি ভবনের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা।
দুর্নীতিগ্রস্তদের শণাক্ত করে দ্রুত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, মেধা তালিকা প্রকাশের সময়ে রোল নম্বরের পাশাপাশি চাকরি প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করতে হবে- এইরকম একাধিক দাবিতে পাবলিক সার্ভিস কমিশনের অফিসের (PSC) সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিপ্রার্থীরা। স্লোগান দিতে থাকেন, ‘এই অনাচার আর নয়…’।
২০১৯ সালের আইসিডিএস, নক্লার্কশিপ, মিসলেনিয়াস ও ২০২০ সালের ডব্লিউ বিসিএস মেইন্স পরীক্ষার মেধা তালিকা দ্রুত প্রকাশের দাবি তুলেছেন চাকরিপ্রার্থীরা।