অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠ (Belur Math)। রাজ্য সরকারের কোভিড নির্দেশিকা (Covid 19 Restrictions) মেনে মঠ প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বেলুড় মঠ কর্তৃপক্ষ।
কল্পতরু উৎসব (Kalpataru Utsav) ও নববর্ষে বেলুড় মঠে প্রত্যেক বছর দর্শনার্থীদের ঢল নামে। তাই আগেই ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি মঠপ্রাঙ্গণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। রবিবার রাজ্যের কোভিড নির্দেশিকা আসার পর ফের বিজ্ঞপ্তি দেন বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। সেখানে জানানো হয়, "পশ্চিমবঙ্গ সরকারের ২ জানুয়ারি কোভিড ১৯ সংক্রান্ত নির্দেশিকা অনুসারে উপরোক্ত সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।"
আরও পড়ুন: ভিড় এড়াতে ১ জানুয়ারি বন্ধ থাকছে দক্ষিণ্বেশ্বর মন্দির
১ মে রামকৃষ্ণ মঠ ও মিশনের ১২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। সেদিন রাজ্যে এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে এক বছর ধরে দেশে ও বিদেশে নানা অনুষ্ঠান হবে। বেলুড় মঠের সঙ্গে যৌথভাবে এই উৎসবে যোগ দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের।
এদিকে রাজ্যে কোভিড পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এক সপ্তাহে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়েছে কয়েকগুণ। কলকাতাতেই আক্রান্তের সংখ্যা তিন হাজারের গণ্ডি পেরিয়েছে। তাই আপাতত মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের।