অযোধ্যায় আজ সাজো সাজো রব । বহু প্রতীক্ষিত রামমন্দিরের উদ্বোধন হল সোমবার । রাম বিগ্রহে হল প্রাণ প্রতিষ্ঠা । দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে চলছে উদযাপন । সেই উদযাপনে শামিল বেলুড় মঠও । রামমন্দির উদ্বোধন উপলক্ষে রঙিন আলোয়, ফুলে সেজে উঠেছে মঠ চত্বর ।
সোশ্যাল মিডিয়ায় বেলুড় মঠের টুকরো ছবি শেয়ার করা হয়েছে । সেখানেই দেখা গেল, গেরুয়া আলোয় সেজে উঠেছে চারপাশ । রঙিন আলো, আর বিভিন্ন রকম ফুলে, চারপাশটা সত্যিই যেন আরও রঙিন হয়ে উঠেছে । উৎসবের মেজাজ ধরা পড়ল বেলুড়েও ।
উল্লেখ্য, ২২ জানুয়ারি রাম বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠার পর জনসভা করেন প্রধানমন্ত্রী । জনসভা থেকে জানালেন কয়েক শতাব্দীর প্রতীক্ষার পর রাম এসে গিয়েছে। দেশের আত্মার সঙ্গে জড়িয়ে রাম। তিনি বলেন, "ঈশ্বরচেতনার সাক্ষী থেকে এই সভায় এলাম। অনেক কিছু বলার ছিল। কিন্তু গলা ধরে আসছে। আমাদের রাম এখন তাঁবুতে থাকবে না। মন্দিরে থাকবে। এই বিশ্বাস, এই অনুভূতি সব রামভক্তদের হচ্ছে । এই দিন খুবই গুরুত্বপূর্ণ। ২২ জানুয়ারি, ২০২৪-এর ভোর নতুন আভা নিয়ে এসেছে।"