পুজোর মেজাজে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ষষ্ঠীর সন্ধ্যায় বড়িশা স্পোর্টিং ক্লাবে গিয়ে সময় কাটালেন তিনি। সঙ্গে ছিলেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সহ সৌরভের ঘনিষ্ঠরাও।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের পুজো বলেই পরিচিত বড়িশা স্পোর্টিং ক্লাব। টিম ইন্ডিয়ায় থাকাকালীন পুজোয় যখনই কলকাতায় থাকেন, এই পুজোতে আসেন সৌরভ। কখনও ঢাক তুলে নেন। আবার কখনও বিসর্জনের তালে নেচে ওঠেন। এবার ষষ্ঠীর দিনই পুজোর মেজাজে দেখা গেল বোর্ড প্রেসিডেন্ট সৌরভকে। কয়েকদিন আগেই মহারাজ জানান, এবার তাঁর ইচ্ছে পুজোয় প্যান্ডেল প্যান্ডেলে প্রতিমাদর্শন করবেন। ষষ্ঠীতেই ক্লাবের পুজোয় হাজির বোর্ড সভাপতি।
আরও পড়ুন: পূর্বাভাস আগেই ছিল, মহাষষ্ঠীর সন্ধেয় বৃষ্টিস্নাত মহানগরী
বড়িশা স্পোর্টিং ক্লাবের থিমে এবার হস্তশিল্পের কাজ দিয়ে সাজানো হয়েছে। মণ্ডপে আছে মহারাজার গ্যালারি। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন মুহূর্তের ছবি রাখা হয়েছে।