প্রকৃতির এক অপরূপ সৃষ্টি নারী। যার কাঁধে বিশ্ব সংসারের দায়িত্ব। অথচ সেই নারীর অস্তিত্বই আজ বিপন্ন। তাই আজ সময় এসেছে গর্জে ওঠার। নিজেদের অধিকার বুঝে নেওয়ার লড়াই লড়তে হবে। চোখে জল নয়, বরং চোখে থাকুক আগুন। যে আগুনেই ঝলসে যাবে অশুভ শক্তি। নিজেদের ৭৬ তম বর্ষে দেবী দুর্গার এহেন 'রুদ্রাণী' রূপকেই তুলে ধরতে চলেছে দক্ষিণ কলকাতার বিখ্যাত বড়িশা সর্বজনীন ক্লাবের পুজো।
প্রতি বছরই নিত্য নতুন ভাবনায় সাজিয়ে তোলা হয় বড়িশা সর্বজনীনের পুজোর মণ্ডপ। চলতি বছর দেবীর রুদ্ররূপকে তুলে ধরা হয়েছে। মণ্ডপের থেকেই এই বছর বেশি জোর দেওয়া হয়েছে মূর্তির উপর। লোহার কাঠামোর উপরে মাটি আর ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে প্রতিমা। এছাড়াও দেবীর এই মূর্তিটিতে থাকছে থ্রি-ডি ফিনিশ। অর্থাৎ ৩৬০ ডিগ্রি কোণেও দেবী দর্শন সম্ভব হবে। প্রতিমা গড়েছেন সৌমেন পাল।
মণ্ডপ তৈরি করা হয়েছে লোহা, নেট, প্লাইউড, চায়ের কাপ দিয়ে। মণ্ডপ সজ্জায় রয়েছেন শিল্পী অনিমেষ দাস। মোট ২০ থেকে ২৫ লক্ষ টাকা বাজেট রয়েছে চলতি বছরের পুজোয়। অন্যান্য বারের ন্যায় এবারেও বড়িশা সর্বজনীন সর্বজনীন দুর্গোৎসব দর্শনার্থীদের পছন্দের তালিকায় জায়গা করে নেবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।