বাঁশদ্রোণী শুটআউট কাণ্ডে (Bansdroni Shoot Out 2022) বিশ্বনাথ ওরফে বাচ্চা সিংয়ের ওপর গুলি চালিয়েছিল সানি। সানির হাতে পাওয়া গিয়েছে গান পাউডার। 'Gunshot Residue Test'-এ এই প্রমাণ পাওয়া গিয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট ৮ জনকে।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে শুটআউটের ঘটনায় গুলিবিদ্ধ হন ২ জন। মলয় দত্ত ও বাচ্চা সিং। পুলিশের প্রাথমিক অনুমান ছিল, মলয় দত্তের পাশের ব্যক্তি শম্ভু। কিন্তু পরে ফরেনসিক পরীক্ষায় জানা গিয়েছে, সানির হাতেই গান পাউডার ছিল। মঙ্গলবার ঘটনার পরই ৩ জনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: হাই কোর্টের নির্দেশের পর স্কুলে ফিরল পড়ুয়ারা, নতুন নোটিস জিডি বিড়লার
বাঁশদ্রোণীর ঘটনায় সামনে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। গুলিবিদ্ধ হওয়ার পর বাঁশদ্রোণী থেকে বাইক চালিয়ে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাসের (Biswajit Das) বাড়িতে আসেন বাচ্চা সিং। তারপর সেই রক্তাক্ত অবস্থায় একটি বুলেট করে বেলা সাড়ে বারোটা নাগাদ তাঁকে নরেন্দ্রপুর গ্রিনপার্ক নিয়ে আসা হয়। সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। সেই ভিডিয়ো সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায়।