রাজ্যে এসে প্রথমে কলকাতার লেনিন সরণি রোডের একটি হোটেলে উঠেছিল আবদুল মথিন আহমেদ ত্বহা ও মুসাভির হুসেন শাজিব। ANI সূত্রে খবর, গত ১ মার্চ বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণের পর দুজনের খোঁজে তল্লাশি চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিঘা থেকে ২ সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করা হয়।
সূত্রের খবর, গত ১৩ মার্চ প্রথমে লেনিন সরণির সামনের হোটেলে উঠেছিল দুই সন্দেহভাজন আইএস জঙ্গি। একদিন কলকাতায় ছিলেন মুসাভির ও আব্দুল। এরপর গত ২৮ দিন ধরে বাংলায় ঘুরেছে দুজন। গত ২৮ দিন ধরে ভুয়ো ড্রাইভিং লাইসেন্স ও আধার কার্ডও বানিয়েছে তারা। দার্জিলিংয়েও যায় তারা। ধৃত ২ জনের মাথার দাম ১০ লক্ষ টাকা ঘোষণা করে NIA।