বসন্ত চলছে। আর এই বসন্তে তাঁরা থাকবেন না, হতে পারে ? আছেন, ভীষণ ভাবেই আছেন। মঙ্গলবার বঙ্গে বাসন্তী দিন। একদিকে সরস্বতী পুজো, তার সঙ্গেই প্রেমের দিন। আর সেইদিনেই বন্ধু শোভনের কাঁধে হাত দিয়ে ফেসবুকে ছবি পোস্ট করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ভালবাসার একটি পোস্ট।
নিজের সোশাল মিডিয়ায় বৈশাখী লিখেছেন, 'আমার হাত সারাজীবন তোমার জন্য থাকবে আর তোমার হাত আমার জন্য, এটা বুঝতে কোনও ভাষার প্রয়োজন হবে না।' পাশাপাশি বন্ধু শোভনকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। শুধু বন্ধুকে নয়, মেয়ে মহুলের জন্য শুভেচ্ছা রয়েছে বৈশাখীর। যেখানে ছবির সঙ্গে বৈশাখীর লেখা, আজ এবং আগামীর সমস্ত স্মৃতির ভাগিদার।
মরশুমের প্রথম উৎসব। আগামী সময় যা চলবে। বর্ণে, গন্ধে মেতে থাকবে এই বঙ্গ। ভালবাসায় শোভন-বৈশাখীর সংসারও যে মাতোয়ারা থাকবে, তা বলাই যায়।