টেবল সাজানো হরেক পদে। শোভনের মাথায় স্নেহের পরশ বৈশাখীর। এই ছবিটাই দেখার সকাল থেকেই সবার আগ্রহ ছিল। দুপুর হতেই সমাজমাধ্যমে ভেসে উঠল শোভন-বৈশাখীর জামাইষষ্ঠী। লাল শাড়িতে এদিন শোভনকে বরণ করলেন বৈশাখী। উপচার মেনেই স্নেহের হাত রাখলেন শোভের মাথায়। প্রথা মতো নিজের ডিজাইন পঞ্জাবীতেই এদিন সেজেছিলেন শোভন। তবে মেনু কী, তা স্পষ্ট না হলেও পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে টেবলে সাজানো নানা রকমের পদ। এবং অবশ্য যা শোভন ভালবাসেন।
যে কোনও পার্বণেই তাঁদের নিয়ে আগ্রহ থাকে নেটিজেনদের। বিশেষ তাঁদের সাজ, তাঁদের রংমিলন্তিতে দেখতে বেশি আগ্রহ বঙ্গজীবনের। তাই জামাইষষ্ঠীও ব্যতিক্রম হল না। সম্প্রতিও তাঁদের দুজনে দেখা গিয়েছিল বেশ খোশ মেজাজেই।