বন্ধুত্বের (Friendship) কোনও বয়স হয় না। আর বন্ধুত্ব উদযাপন করারও আলাদা কোনও দিন হয় না। তবুও বন্ধুত্বের জন্য বেছে নেওয়া হয়েছে আলাদা একটি দিন (Friendship Day 2023)। অগাস্টের প্রথম রবিবার ফ্রেন্ডশিপ ডে হিসেবে পালিত হয়। বিশেষ দিনে নিজের দুই বেস্টফ্রেন্ডকে শুভেচ্ছা জানালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ঘড়ির ছোট কাটা আর বড় কাটা এক জায়গায় এসে ১২টা বাজতেই সোশ্যাল মিডিয়ায় দুই বন্ধুকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তাঁর বেটার হাফ শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee), অন্যজন তাঁর কন্যে।
Friendship Day 2023 : হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, কেন পালিত হয় বন্ধুত্বের দিবস?
শোভনের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে বৈশাখীর সপাট স্বীকারোক্তি, ‘যার জন্য আমি একটু বেশি জোরে হাসি , একটু কম কাঁদি , এবং অনেকটা আনন্দে থাকি, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে মাই লাভ ‘ । অন্যদিকে মেয়ের সঙ্গে ছবি শেয়ার করে বৈশাখী লিখেছেন , “Happy Friendship Day Lifeline”।
শুধু ফ্রেন্ডশিপ ডে নয় যেকোনও দিনই খুব রমরমিয়ে উদযাপন করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়। থেমে থাকা তাঁদের অভিধানে কার্যত নেই।