ভার্চুয়াল শুনানিতে জামিনের আবেদন করলেন পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আইনজীবী। এদিন আদালতে জামিনের আবেদন করে আইনজীবী বলেন, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে এলআইসি বা টাকা উদ্ধার হয়নি। যেসব ভুয়ো সংস্থার নাম পাওয়া গিয়েছে, তার কোনও সংস্থাতেই পার্থের নাম নেই। এদিকে জামিনের আবেদন করলেন না অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) আইনজীবী।
ইডির আইনজীবী এই নিয়ে আদালতে পাল্টা যুক্তি দেন। ইডির দাবি, ২৫টি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট উদ্ধার হয়েছে। এখনও ১০০টি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের তল্লাশি চলছে। ইডির তদন্তে উঠে এসেছে, প্রত্যেক ভুয়ো সংস্থার একজন ডামি ডিরেক্টর তৈরি করা হত। যারা মাসিক ১৫ হাজার টাকা বেতন পেতেন। ইডির দাবি, প্রচুর ফ্ল্যাট, জমি কেনার জন্য ভুয়ো সংস্থার নাম ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন: বাংলায় ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে, দু'মাসে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ
এদিন আদালতে সশরীরে হাজিরা দেওয়ার আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী। আইনজীবী জানান, ৪২ দিন ধরে ইডির হেফাজতে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর মক্কেলকে দিনে ১৭টি করে ওষুধ খেতে হয়। একাধিক রোগে আক্রান্ত পার্থ চট্টোপাধ্যায়। উনি কোনও সরকারি পদেও নেই। তাহলে কেন জামিন দেওয়া হচ্ছে না।