যুবতীর শ্লীলতাহানি। ঘটনার প্রতিবাদ করতে গেলে তরুণীর দাদাকে ছুরি মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাগুইআটির (Baguiati) জোড়ামন্দির এলাকায়। অভিযুক্ত ওই যুবক এখনও অধরা। তার খোঁজ শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। বাগুইআটির ওই এলাকা থেকে রাজারহাটে নিজের বাড়িতে ফিরছিলেন তরুণী। অভিযোগ, বাগুইআটিতে ভিআইপি রোডের কাছে গলির মধ্যে এক যুবক তাঁকে উদ্দেশ্য করে কুকথা বলে এমনকি শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। সেই সময় কোনও মতে পালিয়ে বাঁচেন ওই তরুণী।
আরও পড়ুন - যাদবপুরের সিসি ক্যামেরার জন্য টাকা মঞ্জুর, কত টাকা দেবে রাজ্য ?
ঘটনা বাড়িতে এসে তরুণী দাদাকে জানালে তাঁর দাদা ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় যুবক। পরদিন সকালে ফের ওই যুবককে দেখতে পেলে তাঁর সঙ্গে কথা বলতে চান তরুণীর দাদা। সেই সময় তাঁর উপর ছুরি চালিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।