আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভায় উপনির্বাচন(Ballygaunge Assembly By Election)। ভোটের দিন ঘোষণার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন তৃণমূল(TMC) প্রার্থী বাবুল সুপ্রিয়(Babul Supriyo)। শনিবার প্রচার শেষে হালকা মেজাজে ধরা দিলেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী। তবে রাজ্যের আইন-শৃঙ্খলা(Law and order) প্রসঙ্গে মন্তব্য করায় একহাত নেন বিজেপি নেতা দিলীপ ঘোষকে(Dilip Ghosh)।
শনিবার প্রচারের ফাঁকেই বল পায়ে মাঠে নেমে পড়লেন বাবুল। ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসুকে(Asim Basu) সঙ্গে নিয়ে এলগিন রোডের এলগিন টার্ফে ফুটবল খেলায় মেতে ওঠেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী(TMC Candidate)।
আরও পড়ুন- Panihati murder: কাউন্সিলর হত্যার এক সপ্তাহের মধ্যেই ফের খুন পানিহাটিতে, ২ ঘণ্টার মধ্যে ধৃত অভিযুক্ত
বাবুল সুপ্রিয়ের(Babul Supriyo) কথায়, তিনি ম্যাচে খেলতে নামার আগেই জিতে বসে আছেন। তাই বিজেপি(BJP) কী করল না করল, তাতে তাঁরা তেমন আমল দিচ্ছেন না বলেও স্পষ্ট করে দেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী(TMC Candidate)।