পুজোর সময় যানজট। কলকাতায় যা প্রত্যেক বছরের সমস্যা। এবারও যানজট এড়াতে কলকাতার রাস্তায় বিকেল ৩টের পর থেকে অটো বন্ধ করার নির্দেশ কলকাতা পুলিশের। শহরের যে সব এলাকায় যানজটের সম্ভাবনা বেশি, সেই রুটে বিকেলের পর থেকে চলবে না কোনও অটো।
মফস্বল ও শহরতলির অনেক এলাকা আছে, যেখানে অটোই ভরসা। সে সব এলাকায় বছরের অন্য দিনের মতো অটো চলবে। তবে কলকাতা পুলিশের নিয়ন্ত্রণে যে সব এলাকা আছে, সেখানে বিকেল ৩টে থেকে ৫টার মধ্যে অটো বন্ধ থাকছে। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত এই নিয়ম মানতে হবে অটোচালকদের।
কলকাতা পুলিশ সূত্রে খবর, অটো চললে রাস্তায় যানজট বাড়ে। তাই ঠাকুর দেখতে বেরিয়ে সবচেয়ে অসুবিধায় পড়েন দূর থেকে আসা দর্শনার্থীরা। এবার পুজোয় রেকর্ড ভিড় হওয়ার সম্ভাবনা আছে। তাই শহরকে সচল রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ।