রাজ্যের সরকারি, বেসরকারি হাসপাতালের চিকিৎসক-নার্সদের নিরাপত্তাকে কে এবার নিজের ভাষণে তুলে আনলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতায় এক অনুষ্ঠানে তাঁর অভিযোগ, হাসপাতালে চিকিৎসক এবং নার্সদের নিগ্রহ এখন চিরাচরিত ধারায় পরিণত হয়েছে। এই দস্তর বন্ধের প্রয়োজন রয়েছে বলেও দাবি করেন রাজ্যপাল।
সায়েন্স সিটি অডিটোরিয়ামের মঞ্চে রাজ্যপাল জানান, সব মানুষ নিজের পেশাগত জায়গা থেকে সেরাটাই জিতে চান। তাঁরা প্রত্যেকে শেষ সময় পর্যন্ত উজার করে দেন। কিন্তু রাজ্যে একটা দুঃখজনক প্রবণতা তৈরি হয়েছে। পান থেকে চুন খসলেই চিকিৎসক-নার্সদের উপর হামলা করা হচ্ছে। এই প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন।
রাজ্যে প্রায়ই দেখা যায় রোগী-মৃত্যুর পরেই ক্ষিপ্ত পরিবারের লোকেরা ডাক্তার-নার্সদের উপরেই চড়াও হয়। এই বছরেরই অগস্টে কলকাতা হাই কোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই সংক্রান্ত একটি মামলা উঠেছিল। সেখানে অভিযোগকারী চিকিৎসকের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছিল আদালত।