ওয়াটগঞ্জের খুনের ঘটনায় মৃতার পরিচয় জানতে পারল পুলিশ। জানা গিয়েছে ওই মহিলার নাম দুর্গা সরখেল। তিনি বন্দর এলাকার বাসিন্দা। গত তিন দিন ধরে ওই মহিলা নিখোঁজ ছিলেন বলে পরিবারের অভিযোগ। বুধবার প্যাকেটে মোড়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, দুটি পৃথক অস্ত্র দিয়ে মহিলার দেহ কোপানো হয়েছে।
প্রায় ১৪ বছর আগে ধোনি সরখেল নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল দুর্গার। তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে। কিন্তু এই মহিলাকে কেন এমন ভাবে খুন করা হল, তা নিয়ে ধন্দে পুলিশ। কারাই বা খুন করল, তা নিয়েও তদন্ত চলছে।
তবে পুলিশ নিশ্চিত একটি অস্ত্র দিয়ে এই খুন হয়নি। কারণ, ওয়াটগঞ্জের পরিত্যক্ত এলাকা থেকে এক যুবতীর দেহের টুকরো টুকরো অংশ উদ্ধার করা হয়েছে। তাঁর তলপেটের অংশ, হাত এবং পায়ের পাতা ছিল খুঁজে পাওয়া যায়নি। ইতিমধ্যে বাড়ির লোকেদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।