দাবদাহ থেকে রেহাই দিলেও, দীর্ঘ প্রতীক্ষার পর প্রথম বৃষ্টিতে সুখকর হল না রাজ্যের অভিজ্ঞতা। রাত পর্যন্ত যা খবর, তাতে বাজ পড়ে, গাছ ভেঙে বেশ কয়েক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বেসরকারি মতে পুরুলিয়া, নদিয়া এবং বর্ধমান এই তিন জেলা মিলিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। জখম অনেকেই।
পূর্ব বর্ধমানের কাটোয়া এবং কেতুগ্রামে বাজ পড়ে দু জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। পুরুলিয়াতে মাঠে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দু জন। নদিয়ার এক ইট ভাঁটা থেকে দু জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে। জানা গিয়ে ইট ভাঁটার দেওয়াল চাপা পড়ে ওই দু জন মারা গিয়েছেন।
এদিকে কালবৈশাখীর জেরে ব্যাহত হয় শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন পরিষেবা। রেল সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্রপুরে তার ছিড়ে এই বিপত্তি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টাতেও রাজ্যের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে।