বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডের ছায়া বাংলার হাওড়ার শিবপুরে। বুধবার দুপুরে এক রং কারাখানায় বিধ্বস্বী আগুনের ঘটনায় কমপক্ষে ১৮ জন অগ্নিদগ্ধ হয়েছে বলে প্রাথামিক ভাবে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। আহতদের কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে বলেই প্রাথমিক দাবি হাওড়া পুলিশের।
কী থেকে এই ঘটনা। কখন লাগল আগুন। তা নিয়ে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এদিন দুপুর আড়াই নাগাদ আগুন লাগে ওই রং কারখানায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এসি ফেটে আগুন লাগে। স্থানীয়দের দাবি, দুপুর আডা়ইটে নাগাদ তাঁরা এলাকায় বিকট একটা শব্দ শুনতে পান। সেই আওয়াজে বাইরে এসে দেখেন দাউ দাউ করে জ্বলছে কারখানা।
প্রথমে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। তাদের সঙ্গে আগুন নেভাতে লেগে পড়েন স্থানীয়রা। কিন্তু সময়ের সঙ্গে আগুন বাড়তে থাকে। কারণ, কারখানার মধ্যে প্রচুর পরিমাণে রাসায়নিক মজুত ছিল। তাই আগুন নিজের গতিতেই এগোতে থাকে। পরিস্থিতির গুরুত্ব বুঝে, ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন।