তিথিতে যাই হোক কেন, ক্যালেন্ডারে আজ রবিবার। পুজোর আগে শেষ রবিবার। তাই সন্ধ্যা নামতেই পুজোর উৎসবে রাজপথে সেই চেনা ছবি। একদিকে আরজি করের ঘটনা, অন্যদিকে সদ্য জয়নগরের পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ। তারমধ্যেও এদিন সন্ধ্যা থেকেই প্যান্ডেল হপিং শুরু করল বাঙালি।
এদিন, আলিপুর বডিগার্ড লাইন্স থেকে রাজ্যের সাতটি জেলার প্রায় ৪০০ পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় ছিল কলকাতার ৬২ পল্লীও। হরিশ মুখার্জি রোডের এই পুজোয় যেতে না পারার জন্য দুঃখপ্রকাশ করেন তিনি।
আলিপুর থেকে সোজা চলে যান নিউআলিপুরের সুরুচি সংঘের পুজোর উদ্বোধনে। দক্ষিণ কলকাতার যে দুটি ক্লাব সাম্প্রতিক সময় সবার নজরে তাদের মধ্যে একটি এই সুরুচি। এবার তাদের থিম পুরনো সেই দিনের কথা। মুখ্যমন্ত্রীর একেবারের বাড়ির সামনের পুজো কালীঘাট মিলন সংঘ। যেখানে সন্ধ্যা নামতেই জ্বলে গেল উৎসবের আলো।
প্রতিদিনের মতো এদিনও ভিড় দেখা গিয়েছে উত্তর শহরতলীর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবারের কথা মাথায় রেখে জেলার বড় পুজো গুলিতে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। কলকাতা মেট্রো জানিয়েছে, দুপুর থেকে বিকেল পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে সবচেয়ে বেশি ভিড় হয়েছে দক্ষিণেশ্বর স্টেশনে।