সালটা ১৯৪১, ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে ছদ্মবেশে বার্লিন পৌঁছলেন সুভাষ বোস। এরপর ১৯৪৩ সালে ভারতকে মুক্তির স্বাদ দিতে নেতাজির নেতৃত্বে পুনরায় শুরু হয় রাসবিহারী বসু এবং মোহন সিং এর হাতে তৈরি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা INA। জাতি,ধর্ম নির্বিশেষে গোটা বাহিনীকে এক সুরে বেঁধে ফেলতে নেতাজির উদ্যোগেই তৈরি হয়েছিল INA -এর জাতীয় সঙ্গীত, লিখেছিলেন INA এর আবিদ হোসেন।। সেই গান 'জন গণ মন ' নয়। রবীন্দ্রনাথের 'ভারত ভাগ্য বিধাতা' কবিতার কথা ধার করেই রচিত হয়েছিল এই গান। গানের নাম 'শুভ সুখ চ্যান'।
JNU: 'শান্তি বিঘ্নিত হবে', ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন’ তথ্যচিত্রের প্রদর্শনে নিষেধাজ্ঞা JNU-তে
১২৬ তম জন্মদিনে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালে এই গানই গেয়ে উঠলেন বাংলার এক ঝাঁক শিল্পীরা। সোমলতা,সৌরেন্দ্র, সৌমজিৎ এর কণ্ঠে এই গান পরিবেশিত হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে।