কী হয়েছিল যাদবপুরের হস্টেলে ৯ অগাস্ট রাতে? তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। এবার পুরো ঘটনাটির পুনর্নির্মাণের জন্য শুক্রবার ধৃত প্রাক্তন ছাত্র সপ্তক কামিল্যাকে যাদবপুরে (Jadavpur University) মেন হস্টেলে নিয়ে আসা হল। শুধু সপ্তকই নন। যাদবপুরকাণ্ডে গ্রেফতার (Arrested in Jadavpur University student death) ওই ৯ জন ছাত্রের প্রত্যেককে আলাদাভাবে মেন হোস্টেলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে দেখাতে হবে বলে জানিয়েছে পুলিশ। তার কারণ, প্রত্যেক ছাত্রের বয়ানেই অসঙ্গতি রয়েছে বলে দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। তদন্তের স্বার্থে পুরো ঘটনা স্পষ্টভাবে বোঝার জন্যই পুলিশের এই পদক্ষেপ।
আরও পড়ুন: মিলছে না বয়না, যাদবপুরের ঘটনায় ধৃতদের এবার মুখোমুখি বসিয়ে জেরার ইঙ্গিত
উল্লেখ্য, যাদবপুর-কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতার নয়। কিন্তু ধৃতদের বয়ান শুনে ঠিক মনে হচ্ছে না তদন্তকারীদের। তাই লালবাজারের ইঙ্গিত, গত নয় অগাস্টের ঘটনা সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে সব ধৃতদের মুখোমুখি বসানো হতে পারে। প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু ঘটনায় এখন পর্যন্ত ভিন রাজ্যের এক পড়ুয়া-সহ মোট নয় জনকে গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনায় পরিবার খুনের অভিযোগ রুজু করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত চলছে। যার জেরে এখনও পর্যন্ত রবিবার থেকে গত বুধবার পর্যন্ত এই নয় জনকে গ্রেফতার করা হয়েছে। লালবাজার সূত্রে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে ঘুরিয়ে ফিরিয়ে টানা জেরা চলছে। তাতেও তদন্তকারীরা খুশি নয়। তাই সবাইকে মুখোমুখি বসিয়ে জেরার কথা ভাবছেন অফিসাররা।