অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বেলঘরিয়ার ফ্ল্যাটে ভোর চারটে পর্যন্ত চলল উদ্ধার হওয়া অর্থের গণনার কাজ। শেষ পর্যন্ত কত টাকা উদ্ধার করা হয়েছে! আবাসনের এক বাসিন্দা সংবাদমাধ্যমকে জানিয়েছেন অর্পিতার ফ্ল্যাট থেকে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা এবং ৬ কেজি সোনা উদ্ধার হয়েছে। তবে ইডি বিষয়টি নিয়ে কোনও বিবৃতি দেয়নি।
রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের কর্মীদের ডেকে মোট চারটি যন্ত্রে সারা রাত ধরে টাকা গোণা হয়। কারেন্সি চেস্টে ব্যবহার করা হয় এই যন্ত্রগুলি। ইডি সূত্রে খবর, প্রথমে পাঁচটি সাধারণ যন্ত্র নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু টাকার পরিমাণ দেখে বড় মাপের যন্ত্র আনা হয়।
আরও পড়ুন: টেট দুর্নীতিতে মানিক ভট্টাচার্যকে ১৪ ঘণ্টা জেরা ইডির
বুধবার দুপুরে বেলঘরিয়ার এই ফ্ল্যাটের তালা ভেঙে সেখানে ঢোকেন ইডি আধিকারিকরা। অর্পিতাকে জেরা করেই এই টাকার হদিশ পাওয়া যায়। জেরায় অর্পিতা জানিয়েছেন, তাঁর বিভিন্ন ফ্ল্যাটকে মিনি ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছে। বুধবার বেলা ১২টা নাগাদ বেলঘরিয়ার ক্লাব টাউন আবাসনে পৌঁছয় ইডি। সেখানে অর্পিতার দুটি ফ্ল্যাটের মধ্যে একটি ফ্ল্যাটে টাকার সন্ধান পান ইডি আধিকারিকরা। তল্লাশির পর অন্য ফ্ল্যাটটি সিল করে দেওয়া হয়। তারপর শুরু হয় টাকা গোণার কাজ। ভোররাত পর্যন্ত টাকা গোণার কাজ শেষ করে ইডি।