এসএসসি দুর্নীতি কান্ডে ফের নয়া তথ্য পেল ইডি। নিজের প্রভাবকে কাজে লাগিয়ে ছোট বোন সঙ্গীতা ধরকে সরকারি চাকরি করে দেওয়ার অভিযোগ পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বিরুদ্ধে। ইতিমধ্যেই ইডি বিষয়টি খতিয়ে দেখতে চায় বলেই খবর।
জানা গিয়েছে, সঙ্গীতা স্কুল শিক্ষা দফতরের কর্মী। স্বামী কল্যাণ ধর একসময় ট্যাক্সি চালাতেন। প্রতিবেশীরা তেমনভাবে কথা বলতেন না কল্যাণদের সঙ্গে। অভিযোগ, ‘প্রভাবশালী’ কল্যাণকে কেউ কিছু বলতে ভয় পেতেন।
আরও পড়ুন- Partha Chatterjee: মধ্যমগ্রামের গয়না বিপণিতে পার্থ, সঙ্গে এক রহস্যময়ী নারী, ছবি প্রকাশ পেতেই শোরগোল
গ্রুপ-ডি পদে চাকরি পাওয়ার পরে বিকাশ ভবনে পোস্টিং ছিল ওই তরুণীর। মাস ছয়েক পরে তাঁকে বেলঘরিয়ার বান্ধব নগরে স্কুল শিক্ষা দফতরের কামারহাটি সার্কলের এসআই অফিসে ডেপুটেশনে পাঠানো হয়। সপ্তাহে একদিন করে তিনি বিকাশ ভবনে যেতেন। কামারহাটিতে পোস্টিং হলেও, তিনি বিকাশ ভবনের কর্মী হিসেবে বেতন পেতেন। গত ২৬ জুলাই শেষ অফিসে গিয়েছিলেন সঙ্গীতা।