গত ২২ জুলাই পার্থের নাকতলার বাড়ি-সহ ১৫টি জয়গায় হানা দেন ইডির আধিকারিকেরা। তদন্ত চলাকালীন ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাটে হানা দেয় ইডি। সেখান থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। যা এই ঘটনায় বাড়তি মাত্রা সংযোজন করে। এরপর থেকে অর্পিতার নামে থাকা একাধিক সম্পত্তিতে অভিযান চালিয়েছে ইডি। এখনও অবধি ইডির হাতে এসেছে প্রায় ৫০ কোটি টাকা, ৭৯ লক্ষ টাকার গহনা, প্রচুর বিদেশি মুদ্রা, এবং একাধিক জমি-বাড়ির দলিল।
২২ জুলাই অর্পিতার বাড়িতে দীর্ঘ অভিযান চালিয়ে ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি, ওই ফ্ল্যাট থেকে বহুমূল্যের গয়না ও বিদেশি মুদ্রাও উদ্ধার করেন ইডির আধিকারিকেরা। এর পরই গ্রেফতার করা হয় অর্পিতাকে। ২৭ জুলাই বুধবারও বেলঘরিয়ার রথতলায় অর্পিতার দু’টি ফ্ল্যাটে অভিযান চালায় ইডির দল। টাকা এবং সোনার ভান্ডার উদ্ধার করে তদন্তকারী দল। শুধু শোবার ঘর নয়, বাথরুম থেকেও প্যাকেট বন্দি টাকা উদ্ধার করা হয়।
আরও পড়ুন- Partha Chatterjee:‘আমি ষড়যন্ত্রের শিকার’ দল থেকে সাসপেন্ড হয়ে বললেন পার্থ চট্টোপাধ্যায়
বুধবার দুপুর থেকে শুরু হয় এই তল্লাশি অভিযান। বৃহস্পতিবার ভোর পর্যন্ত টানা ১৯ ঘণ্টার অভিযান চালিয়ে অর্পিতার এই ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। পাশাপাশি উদ্ধার করা হয় বেশ কয়েকটি সোনার বাট ও গয়না। ১ কেজি করে তিনটি সোনার বাট, আংটি, একাধিক মোটা হার, ছ’টি মোটা মোটা সোনার কাঁকন (বালা)-সহ একাধিক রকমারি সোনার গয়নাও উদ্ধার করা হয়। এমনকি দেখা যায় দু’টি সোনার ঘড়ি ও একটি সোনার পেন।
ওই একই দিনে কসবায় অর্পিতার রাজডাঙার বিনোদন সংস্থার অফিস ‘ইচ্ছে এন্টারটেইনমেন্ট’-এ যায় ইডির একটি দল। অর্পিতা ওই সংস্থার ডিরেক্টর বলেও দাবি করে ইডি। বুধবার বালিগঞ্জ প্লেস ইস্টের একটি বাড়িতেও অভিযান চালিয়েছিল ইডি। সেখান থেকেও প্রচুর নথি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। যদিও ইডি সূত্রে খবর, অর্পিতার এই সব ফ্ল্যাট বা সংস্থার তথ্য এবং ঠিকানা পাওয়া যায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেই।
২৪ ঘন্টা যেতে না যেতেই বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার চিনার পার্কেও অর্পিতার একটি ফ্ল্যাটের হদিশ পাওয়া যায়। চিনার পার্কের নোয়াপাড়ার পূর্বপাড়ায় রয়েল রেসিডেন্সি আবাসনের বি ব্লকের চার তলায় এই ফ্ল্যাটে আছে বলেই খবর পান ইডি আধিকারিকেরা। তবে ফ্ল্যাটের চাবি না মেলায় শেষ পর্যন্ত এই ফ্ল্যাটেও তালা ভেঙেই ভিতরে ঢোকেন তদন্তকারীরা। পরে অবশ্য ফ্ল্যাটটি লক করে দেওয়া হয়। তবে এছাড়াও অর্পিতার আরও কিছু সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। সেই জায়গাগুলিতেও শীঘ্রই তল্লাশি চালানো হবে বলেও জানা গিয়েছে।