'ভাল লাগছে না জেলের ভিতর। বাইরে বেরোতে চাই’। আলিপুর মহিলা জেলের পুলিশদের কাছে নাকি এমনই আবদার করছেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। গ্ল্যামার দুনিয়ার ঝলমলে জগত ছেড়ে এসএসসি দুর্নীতিকাণ্ডে জেলের অন্ধ কুঠুরিতে ঠাঁই হয়েছে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার। যদিও শুরুর দিন থেকেই জেলের বিভিন্ন বিষয়ে নানা অভিযোগ করেছেন তিনি।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই তিনি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছিলেন। শনিবার সেই অর্পিতাই একরাশ অভিমান নিয়ে জেল থেকে বেরোনোর জন্য আবদার শুরু করেছেন। চোখে তখন তাঁর টলটলে জল। সূত্রের খবর, জেলের ভিতর সবসময়ই কান্নাকাটি করছেন তিনি। নিরাপত্তার দায়িত্বে থাকা দু’জন গার্ড তাঁকে নানাভাবে শান্ত করার চেষ্টা করলেও কোনও কাজ হয়নি। উল্টে অর্পিতার কান্নাকাটি আরও বেড়ে গিয়েছে।
এদিকে, অর্পিতার কান্নাকাটি দেখে অন্যান্য সেলে থাকা মহিলা বন্দিরা নানারকম রসালো টিপ্পনি করতে শুরু করেন। এই নিয়ে তিনি আপত্তিও জানালেও কোনও লাভ হয়নি। বরং টিপ্পনির পরিমাণ আরও বেড়ে যায়। প্রেসিডেন্সি জেলেও অন্যান্য বন্দিদের থেকে কটাক্ষ হজম করতে হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এবার আলিপুর মহিলা জেলে একইরকম পরিস্থিতির মুখে পড়লেন তাঁর বিশেষ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও।