পার্থ-অর্পিতা গ্রেফতার হতেই অনেকেই মিল খুঁজে পেয়েছিলেন সারদা কান্ডে ধৃত সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়ের সঙ্গে। এবার অর্পিতার সঙ্গে দেবযানীকে একসূত্রে গেঁথে দিল জেলের ঘর। জেলের যে ঘরে দেবযানী বিউটিশিয়ান কোর্স করাতেন, শুক্রবার থেকে সে ঘরই ঠিকানা হয়েছে অর্পিতার।
আলিপুর মহিলা সংশোধনাগার সূত্রে খবর, আলিপুর মহিলা জেলের ২ নম্বর ঘরে রাখা হয়েছে অর্পিতাকে। এটি একটি হলঘরের মতো বড় ঘর। সারদাকাণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায় এখানে আবাসিকদের বিউটিশিয়ন কোর্স করাতেন তিনি। সেই ঘরই বর্তমান ঠিকানা অর্পিতার।
আরও পড়ুন- Coochbehar News: শিক্ষক নিয়োগের পর কী এবার রেশন কার্ড ? মেখলিগঞ্জে বিজেপির নিশানায় পরেশ
অন্যদিকে, ইডির কাছে অর্পিতাকে চিনতে অস্বীকার করলেও তথ্য-প্রমাণে বারবার স্পষ্ট হচ্ছে পার্থ-অর্পিতা যোগ। ইডি সূত্রে খবর, একটি-দু’টি নয়, ইডির হাতে রয়েছে অর্পিতার ৩১টি জীবনবিমা। সব নথিতেই নমিনি পার্থ। প্রশ্ন ওঠে, পার্থ চট্টোপাধ্যায়কে কেন নমিনি করলেন অর্পিতা? তাঁদের মধ্যে সম্পর্কই বা ঠিক কী? এলআইসি এবং অর্থমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করতেই সবটা পরিষ্কার হয়ে যায় ইডির কাছে। সেখান থেকেই জানা যায়, জীবন বিমার কাগজে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিজের আঙ্কল বলে উল্লেখ করেছেন অর্পিতা।