এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুরু থেকেই বিভিন্ন নাটকীয় মুহূর্তের সাক্ষী থেকেছে গোটা বাংলা তথা দেশ। তবে শনিবারের এই ঘটনা যেন সবকিছুকে ছাপিয়ে গেল। জোকা ইএসআই হাসপাতালে গাড়ি থেকে নামানোর সময় হাউহাউ করে কেঁদে ফেললেন অর্পিতা মুখোপাধ্যায়। গাড়ি থেকে তিনি নামতে চাইছিলেন না। শেষমেশ তাঁকে কার্যত জোর করে টেনে নামানো হর। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
গাড়ি থেকে নামানোর সময় হাসপাতালের আপৎকালীন বিভাগের সামনেই রাস্তায় বসে পড়েন অর্পিতা। তাঁকে হুইলচেয়ারে বসানো হয় জোর করে। তার পর হাসপাতালে ঢোকানো হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার সকালে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়। তখনই এই কাণ্ড ঘটে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ৪৮ ঘণ্টা অন্তর পার্থ এবং অর্পিতার স্বাস্থ্যপরীক্ষা করতে হবে। সেই নির্দেশ মতোই শুক্রবার দু’জনকে নিয়ে আসা হয়।
আরও পড়ুন- DYFI Agitation for Monalisa Das: অধ্যাপিকা মোনালিসার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বিক্ষোভ বামেদের
প্রসঙ্গত, ইডির প্রাথমিক জেরায় অর্পিতা জানিয়েছেন, টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে টাকা নিয়ে যেতে পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিনিধিরা। সেই টাকা তারা রেখে চলে আসতেন। ইডি সূত্রে খবর, বুধবার টেলিভিশনে এই টাকার পরিমাণ দেখে অর্পিতা জানান, এর মধ্যে এক টাকাতেও হাত দেওয়ার অধিকার তাঁর ছিল না। আলমারির লকারে গয়না থাকত। কয়েকবার কিছু গয়না পরলেও তাতেও অধিকার ছিল না অর্পিতার। ইডির দাবি, অর্পিতা কথা বলার সময় চুপ করে বসেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু অর্পিতা বলে যান, তাঁর নামে সম্পত্তি-কম্পানি সবই আছে। কিন্তু এসব সম্পত্তির অধিকার তাঁর নেই। তিনি বেতনভুক্ত কর্মচারী। সম্পত্তির পাহারাদার।