পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে 'বিস্ফোরক' মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর ফ্ল্যাট থেকে যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, সব টাকাই তৃণমূল মহাসচিবের। সূত্রের খবর, জেরায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর কাছে এমনই দাবি করেছেন ধৃত অর্পিতা। বাড়িতে কত টাকা রাখা আছে তিনি জানতেন না। পার্থর কর্মীরা মাঝেমধ্যেই এসে টাকা রেখে দিতেন। শুধু তাই-ই নয়, যেখানে টাকা রাখা হত, সেই ঘরে তাঁর কোনও প্রবেশাধিকার ছিল না বলেই দাবি করেছেন অর্পিতা। ইডি সূত্রে খবর, অর্পিতার আরও দাবি, তাঁর ফ্ল্যাটে মাঝেমাঝে আসতেন পার্থ। তবে টাকা বা অন্যান্য কী আসছে, কোথা থেকে আসছে, তা নিয়ে কিছুই নাকি জানতেন না বলে দাবি করেছেন অর্পিতা।
গত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে পার্থ-ঘনিষ্ঠ মডেল অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর টালিগঞ্জ-বেলঘড়িয়ার একাধিক ফ্ল্যাটে হানা দিয়ে বিপুল টাকা-সোনা-রূপো-বিদেশি মুদ্রা-জমির দলিল উদ্ধার করে ইডি। পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতাকে গ্রেফতার করা হয়। অর্পিতার বেলঘরিয়ার রথতলার আর একটি ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। বুধবার দুপুরে বেলঘরিয়ার ওই ফ্ল্যাটের তালা ভেঙে ঢোকেন ইডির তদন্তকারী আধিকারিকরা। সেখান থেকে ২৭.৯ কোটি টাকা, ৪.৩১ কোটি টাকার সোনা, বেশ কিছু সম্পত্তির দলিল, সম্পত্তি সংক্রান্ত নথিপত্র এবং কয়েক হাজার টাকার বাতিল নোট উদ্ধার হয়।
আরও পড়ুন- Partha Chatterjee Update: এবার প্রশ্নের মুখে পার্থর পিএইচডি ডিগ্রি, দু'দিন এসেও কীভাবে ৭৫% হাজিরা?
প্রসঙ্গত, গত শুক্রবার অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটেও তল্লাশি চালান ইডির আধিকারিকরা। সেই ফ্ল্যাটেও ৫০০-২০০০ টাকার নোটে থরে থরে সাজানো ছিল প্রচুর টাকা। ওই ফ্ল্যাট থেকে মিলেছে ২১ কোটি ৯০ লক্ষ টাকা নগদ এবং প্রায় ৫০ লক্ষ টাকার গহনা।