বক্তব্যে অসঙ্গতি থাকায় পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) গ্রেফতার করলেন ইডি আধিকারিকরা (ED Officer)। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হওয়ায় তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেন ইডি আধিকারিকরা।
গ্রেফতার হওয়ার পর অর্পিতা মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, "আমি কিছু করিনি। এটা বিজেপির চক্রান্ত। এটা বিজেপির চাল। এটুকুই বলতে পারি।" শুক্রবার রাতে টালিগঞ্জে অর্পিতা মুখোপাধ্যায়ের আবাসনে তল্লাশি করে ইডি। সেখান থেকে ২০ কোটি টাকা উদ্ধার করা হয়। পরে আরও টাকা উদ্ধার হয়। টালিগঞ্জের ফ্ল্যাটে আটক করা হয় অর্পিতাকে। টানা জিজ্ঞাসাবাদ চালান ইডি কর্তারা। কিন্তু তাঁর বক্তব্যে অসঙ্গতি থাকায় খুশি হননি ইডি আধিকারিকরা।
আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়কে ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের
১৫-১৬ বছর আগে মডেলিং দিয়ে কেরিয়ারের শুরু করেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ ও অর্পিতাকে দুর্গাপুজো সহ বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে। নাকতলা উদয়ন সঙ্ঘ পুজো কমিটির মুখ ছিলেন অর্পিতা। তাঁর ছবি দিয়ে পুজোর ফেস্টুনও করা হয়েছিল। গতবছর গুরুপূর্ণিমায় পার্থ চট্টোপাধ্যায়কে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানান অর্পিতা।