জট যেন কিছুতেই কাটছে না প্রাইমারি টেট দুর্নীতি মামলার (Primary TET)। এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তলব করলেন ২০১৬ সালের বেশ কিছু ইন্টারভিউয়ারদের৷ আগামী ২১ শে ফেব্রুয়ারী তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে আদালতে। কলকাতা হাইকোর্ট পর্ষদের হলফনামা খতিয়ে দেখে জানিয়েছে, নিয়োগপ্রক্রিয়ায় কোনও অ্যাপ্টিটিউড টেস্ট হয়নি। বসানো হয়েছিল গড় নম্বর৷
Mamata Banerjee: ত্রিপুরা তাঁর দ্বিতীয় ঘর, ত্রিপুরেশ্বরী মন্দির থেকে কার্যত ভোট প্রচার শুরু মমতার
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এই অভিযোগের ভিত্তিতেই এজলাসে ডেকে পাঠানো হয় হুগলি, হাওড়া, উত্তর দিনাজপুর, কোচবিহার এবং মুর্শিদাবাদের ইন্টারভিউয়ারদের । জানা গিয়েছে, রুদ্ধদ্বার এজলাসে জিজ্ঞাসাবাদ করা হবে ইন্টারভিউয়ারদের৷