সিবিআই হাজিরা এড়িয়ে এসএসকেএম হাসপাতালে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। অনুব্রত মণ্ডল আসবেন বলে, হাসপাতালের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। দুপুর সাড়ে বারোটা নাগাদ এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ঢোকেন তিনি।
সোমবার হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা হয়। তাঁকে ভর্তি করার প্রয়োজন আছে কিনা, জানাবেন চিকিৎসকরা। তাঁর জন্য প্রস্তুত রাখা হচ্ছে ২১৬ নম্বর কেবিন। চিকিৎসকরা বললে সেখানেই তাঁকে ভর্তি রাখা হবে।
আরও পড়ুন: জেলে অতিরিক্ত সুবিধা নিতে চান না পার্থ চট্টোপাধ্যায়, স্বাভাবিক আচরণ অর্পিতার
সিবিআই তলব করলেও হাজিরা দেবেন না, জানিয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কিন্তু সোমবার ফের পাল্টা চিঠি পাঠিয়ে সিবিআই জানিয়ে দেয়,নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দিতে আসতেই হবে।