গরুপাচার তদন্ত মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের বিপাক সম্ভবত আরও বাড়তে চলেছে। কারণ, আসানসোল আদালতে জমা দেওয়া কেস ডায়েরিতে অনুব্রতকে গরুপাচারে প্রক্ষত মদতকারী হিসাবেই চিহ্ণিত করেছে সিবিআই। শনিবার অনুব্রতকে আরও চারদিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। আদালতে জমা দেওয়া কেস ডায়েরিতে সিবিআইয়ের অভিযোগ, সীমান্তে গরুপাচারের সময় সশীরের মদত দিতেন ধৃত এই তৃণমূল নেতা।
বিশেষ সিবিআই আদালতে কেস ডায়েরি জমা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা। তাতে এখনও পর্যন্ত তদন্তে যা তথ্যপ্রমাণ মিলেছে, তা তুলে ধরেছেন তাঁরা। তাতেই একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন গোয়েন্দারা। তাঁদের অভিযোগ, সীমান্তে গরুপাচারে সেফ প্যাসেজ তৈরি করা, পরিবহণ ও সীমান্ত পারাপারে অনুব্রতর যে সরাসরি যোগ ছিল সে সম্পর্কে প্রচুর তথ্যপ্রমাণ তাঁদের হাতে রয়েছে।
এই পরিস্থিতিতে বোলপুরে নতুন করে আরও একটি চালকলের হদিশ পেয়েছেন সিবিআই অফিসাররা। তাঁদের দাবি, এই চালকলের মালিক প্রথমে অন্য কেউ ছিলেন। কিন্তু পরবর্তী সময়ে তা অনুব্রতর নামে করে দেওয়া হয়।