আদালতে উঠল যাদবপুর। বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় অভিযোগ উঠছে র্যাগিংয়ের। সেই অভিযোগ সোমবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে দায়ের হল মামলা। যেখানে অভিযোগ করা হল, র্যাগিং ঠেকাতে কমিটির যা নির্দেশিকা ছিল, তা যাদবপুর কেন, বিশ্ববিদ্যালয় গ্রান্ট কমিশনের আওতাভুক্ত রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়ে তা বাস্তবায়িত হয়নি।
যার জেরে দিনের পর দিন বাড়ছে অত্যাচারের নজির। পরিণতি যাদবপুরের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু। আইনজীবী সায়ন ঘোষালের করা এই মামলাকে গ্রহণ করেছে আদালত।