স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতির অভিযোগে আরও এক মিডলম্য়ানকে গ্রেফতার করল ইডি। টানা সাত ঘণ্টা জেরার পর সোমবার সোদপুরের রাজেন্দ্র নগর থেকে গ্রেফতার করা হল সুব্রত মালাকার নামের এক ব্যক্তিকে। ইডি সূত্রে খবর, সুব্রতকে জেরায় বেশ কিছু অসংগতি পাওয়া গিয়েছে। এদিন, সকালে সুব্রত মালাকারের সোদপুরের বাড়িতে হানা দিয়েছিল ইডি। সেইসময় বাড়িতে ছিলেন না সুব্রত। স্ত্রীকে দিয়ে ফোন করে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। এরপর টানা জেরার পর গ্রেফতার করা হল এই মিডল ম্য়ানকে।
ইডির দাবি, সুব্রত একাধিক ব্যাঙ্ক অ্য়াকাউন্টের হদিশ মিলেছে। ওই অ্যাকাউন্টের মাধ্যমে লক্ষাধিক টাকাও লেনদেন হয়েছে। ওই টাকার উৎস্য নিয়ে মূলত প্রশ্ন করা হয়েছিল সুব্রতকে। সেই প্রসঙ্গে সুব্রত বয়ানে অসংগতি পাওয়া গিয়েছে বলেই দাবি তদন্তকারীদের।
প্রথমে পার্থ চট্টোপাধ্য়ায় ও অর্পিতা মুখোপাধ্য়ায়। তারপর রাজারহাটের এক ব্যক্তি। এরপর প্রসন্ন রায়। আর এদিন সুব্রত মালাকার। স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতিতে ধীরে ধীরে জাল গোটাচ্ছে ইডি। যদিও গ্রেফতারি প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে সুব্রত মুখ খুলতে নারাজ। সোদপুরের বাড়ি থেকে বেরনোর সময় সংবাদমাধ্যমকে কার্যত এড়িয়ে যান তিনি।