কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির বারান্দার একাংশ। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কলকাতার তারাসুন্দরী পার্ক এলাকায়। কে কে টেগোর স্ট্রিট সংলগ্ন ওই বাড়িটির বারান্দার একাংশ ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে আশপাশের এলাকায়। দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। তাঁর মাথায় আঘাত লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া বয়েছে।
জানা গিয়েছে, ওই বাড়িটি দীর্ঘদিনের পুরনো। বাড়িটির দেওয়ালের সঙ্গে কিছু গাছ ছিল। আচমকাই ওই গাছটি ভেঙে পড়ে এবং তার ফলে বাড়িটির দোতলার বারান্দার কিছু অংশও ভেঙে পড়েছে। সেভাবে কোনও রক্ষণাবেক্ষণও হত না বাড়িটির। বহুদিনের পুরনো বাড়িটির বাইরের দিকের দেওয়ালের ইটও বেরিয়ে গিয়েছিল। দরজা-জানালাগুলির অবস্থাও জরাজীর্ণ। এর মধ্যে বিগত কিছুদিন বৃষ্টির জলও লেগেছে দীর্ঘদিনের পুরনো প্লাস্টার খসে যাওয়া এই বাড়িটিতে। এই পরিস্থিতিতে শনিবার দেওয়ালের সঙ্গে লেগে থাকা গাছটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে দোতলার বারান্দার একাংশও ভেঙে পড়ে।
আরও পড়ুন- Cyber crime:ভুয়ো মেল আইডি থেকে কলকাতা পুরনিগমের চাকরির ‘নিয়োগপত্র’, ধৃত ২
প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনার সময় বাড়ির নীচেই দাঁড়িয়ে ছিলেন এক ব্যক্তি। তাঁর মাথায় ভেঙে পড়ে বারান্দার ওই অংশটি। গুরুতর চোট পান তিনি। পেশায় ব্যবসায়ী ওই আহত ব্যক্তিকে দ্রুত কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।