ধর্মতলায় পুলিশ-আইএসএফ খণ্ডযুদ্ধের ঘটনায় এবার মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হল ভারতীয় সেনার এক জওয়ানকে। ধৃতের নাম আলমগির হোসেন। মুর্শিদাবাদ গিয়ে তাঁকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। গত শনিবার ধর্মতলার ঘটনায় রাজ্যের বিধায়ক ও আইএসএফ নেতা নৌশাদ সিদ্দিকি-সহ ১৮ জনকে গ্রেফতার করা হয়েছিল। সেই ঘটনাতেই এদিন আলমগিরকে গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের খড়গ্রাম এলাকা থেকে আলমগিরকে গ্রেফতার করা হয়েছে। আলমগির ‘টেরিটোরিয়াল আর্মি’র ইঞ্জিনিয়ারিং রেজিমেন্টের হাবিলদার। ছুটিতে বাড়ি এসেছিল এই জওয়ান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আলমগিরের দুটি বাড়ি আছে। একটি বর্ধমানে ও অন্যটি খড়গ্রামে। গুজরাতে তার পোস্টিং। দু মাসের ছুটিতে বাড়িতে এসেছিলেন এই জওয়ান। হেয়ার স্ট্রিট থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতেই আলমগিরকে গ্রেফতার করা হয়েছে বলেই লালবাজার জানিয়েছে।
এদিকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। এদিন লালবাজারে তাঁর সঙ্গে দেখা করতে আসেন আইএসএফের বাকি কর্মী-সমর্থকরা। সেখানেও তাঁরা বিক্ষোভ দেখান।