মৃত্যুর হাত থেকে এক য়ুবতিকে রক্ষা করল ফেসবুক। তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউতে। জানা গিয়েছে ওই যুবতির বয়স ২১ বছর। ইতিমধ্যে ওই যুবতির স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে।
কীভাবে ফেসবুকের মাধ্যমে বাঁচালেন যুবতি?
জানা গিয়েছে ওই যুবতি গলায় দড়ি বেঁধে নিজের ফেসবুক অ্য়াকাউন্টে একটা ছবি পোস্ট করেন। যা মুহূর্তে ভাইরাল হয়। এরপর Meta AI-এর মাধ্যমে তা উত্তরপ্রদেশের ডিরেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে বার্তা পৌঁছয়। বিষয়টি জানতে পেরে অতি সক্রিয় হয়ে ওঠে পুলিশ। এবং ওই যুবতির বাড়িতে গিয়ে পৌঁছয় পুলিশের একটি দল। তাঁরা সেখান থেকে ওই যুবতিকে উদ্ধার করে নিয়ে আসে।
এবিষয়ে অ্য়াসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ রাজনীশ ভার্মা জানিয়েছেন, শনিবার দুপুর নাগাদ তাঁদের কাছে বার্তা পৌঁছয়। এবং অতি দ্রুত পুলিশ গিয়ে ওই যুবতিকে উদ্ধার করে।
পুলিশের তরফে জানানো হয়েছে, ওই কয়েকমাস আগেই ওই যুবতির বিয়ে হয়েছিল। কিন্তু তারপর থেকেই তাঁদের মধ্যে একাধিক বিষয় নিয়ে অশান্তি শুরু হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে আত্মহত্যার সিদ্ধান্ত নেন ওই যুবতি।
ওই যুবতিকে রক্ষা করার জন্য Meta AI অত্যন্ত সহযোগিতা করেছে বলে পুলিশের তরফেও জানানো হয়েছে। কারণ ওই প্রযুক্তির মাধ্যমেই যাবতীয় তথ্য পুলিশের কন্ট্রোল রুমে পৌঁছয়।