কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব ঠিকঠাক থাকলে আগামী ৫ নভেম্বর নবান্নে বৈঠক করবেন তাঁরা। পূর্বাঞ্চল পরিষদের বৈঠকে চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন অমিত শাহ। ওই কমিটির ভাইস চেয়ারপার্সন মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকার কথা পরিষদের সদস্য রাজ্য ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা ও সিকিমের মুখ্যমন্ত্রীদেরও।
অনেকদিন আগেই এই বৈঠকের নির্ঘণ্ট তৈরি হয়ে গিয়েছিল। নীতীশ কুমার যখন বিজেপির সঙ্গ ছেড়ে বিহারের মুখ্যমন্ত্রী হন, তখনই মমতার সঙ্গে এই বৈঠকেই সাক্ষাৎ হতে পারে মনে করা হয়েছিল। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বৈঠকে আসায়, এর মাত্রা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের চার্জশিটে ১২ জনের নাম, তালিকায় নেই পার্থ চট্টোপাধ্যায়
কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার, বিএসএফের বিরুদ্ধে একাধিক অভিযোগে প্রধানমন্ত্রীকে ছাড় দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার আক্রমণ করেছেন মমতা। BCCI সভাপতি পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অপসারণের পর অমিত শাহকেই আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী।
২৭ ও ২৮ অক্টোবর হরিয়ানার সুরজকুন্ডে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। সব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকে আমন্ত্রণ করেছে কেন্দ্র। পশ্চিমবঙ্গের মতো অনেক রাজ্যে মুখ্যমন্ত্রীর হাতেই স্বরাষ্ট্র দফতর। তবে আমন্ত্রণ পেলেও সেই বৈঠকে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।