Kolkata Fake Call Centers: আমেরিকার ইউটিউবারের 'মিশন কলকাতা', ভিডিয়োতে শহরের ৪ ভুয়ো কলসেন্টার বন্ধের দাবি

Updated : May 09, 2022 18:55
|
Editorji News Desk

কলকাতায় ভুয়ো কল সেন্টার (Fake Call Centers) বন্ধ করার দাবি আমেরিকান ইউটিউবারের। সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে আনেন আমেরিকান ইউটিউবার মার্ক রবার (US Bases Youtuber Mark Rober)। যাতে দেখানো হয়েছে, বাক্স ভর্তি আরশোলা, স্মোক বোমা, গ্লিটার বোমা ব্যবহার করে একাজ করেছেন তিনি। ভিডিয়োতে তাঁর দাবি, প্রায় এক বছরের প্রচেষ্টার পর চারটি ভুয়ো কলসেন্টার বন্ধ করতে পেরেছেন মার্ক রবার।

ইউটিউবে আরও দুজন কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে টিম বানান মার্ক রবার। এই দুটি চ্যানেল হল টেক সাপোর্ট স্ক্যামস ও ট্রায়োলজি মিডিয়া। কলকাতার চার কল সেন্টারের অফিসে আরশোলা, গ্লিটার বোমা, স্মোক বোমার ব্যবহার করেন তাঁরা। ভিডিয়োতে মার্ক রবার দাবি করেন, এই ভুয়ো কল সেন্টারগুলির কিছু কর্মীর সঙ্গে কয়েকদিন কাজ করে তাঁদের টিম। এই সব সংস্থার সিসি ক্যামেরার অ্যাকসেস নেন তাঁরা। তারপর তাঁদের জালিয়াতির ভিডিয়ো তৈরি করেন। এরপর গোটা ভিডিয়োটি নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেন মার্ক রবার। এরপরই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়।

আরও পড়ুন:  ইলন মাস্কের প্রাণ সংশয়! টুইটে 'রহস্যময় মৃত্যু'র উল্লেখ কেন?

কীভাবে তাঁদের এই মিশন শেষ করেন, তা সম্পূর্ণ ব্যাখ্যা করেন মার্ক রবার। তাঁর দাবি শুধু চারটি সংস্থা নয়, গোটা ভারতে এমন ভুয়ো কল সেন্টার ছড়িয়ে আছে। তাদের অভিযোগ পাওয়ার কলকাতা পুলিশ এই সব ভুয়ো কল সেন্টারে তল্লাশি চালায়। নিজের ইউটিউব চ্যানেলে এই সব সংস্থার নাম, ঠিকানা, মালিকের নাম, সব বিশদে বলেছেন মার্ক রবার। গোটা বিশ্ব থেকে কীভাবে এই ভুয়ো কলসেন্টারের মাধ্যমে কোটি কোটি টাকা তোলা হয়েছে, তাও জানানো হয়। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে এই ভুয়ো কল সেন্টারগুলি বন্ধ করা হয়েছে বলে দাবি মার্ক রবারের। যারা বিভিন্ন দেশের মানুষের সঙ্গে আর্থিক জালিয়াতি করছে।

কলার আইডেন্টিফিকেশন সিস্টেম ট্রু কলারের একটি সমীক্ষায় জানা গিয়েছে, শুধুমাত্র আমেরিকান নাগরিকদের থেকে এই ভুয়ো কলসেন্টারগুলি শুধু ২০২১ সালে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের জালিয়াতি করেছে।

YoutuberFake Call CentersMark Rober

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট