আগামী বছরের লোকসভা ভোটের দামামা বাজাতে বুধবার কলকাতায় আসছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে মঙ্গলবার বিধানসভার শীত অধিবেশন থেকে সাসপেন্ড করা হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ, অধিবেশনের মধ্যেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করেছেন বিরোধী দলনেতা। পাল্টা হিসাবে অধ্যক্ষের বিরুদ্ধে এবার অনাস্থা আনছে বিজেপি। ইতিমধ্যেই ডেপুটেশন জমা পড়েছে বিধানসভার সচিব সুকুমার রায়ের কাছে।
মঙ্গলবার অধিবেশনের শুরুতেই উত্তপ্ত হয় বিধানসভা। বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া বিধায়কদের নিয়ে ঘোরালো হয় পরিস্থিতি। বিজেপির টিকিটে জয়ী অথচ, তৃণমূলে যোগ দেওয়া বিধায়কদের স্পিকার বিজেপি বলেন। পরে স্পিকার সেই অংশ রেকর্ড থেকে বাদ দিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে সতর্ক করেন অধ্যক্ষ।
ভবনে অসংসদীয় আচরণের অভিযোগ করে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করার জন্য প্রস্তাব পেশ করে বক্তৃতা করেন তৃণমূল বিধায়ক তাপস রায়। শাসকদলের অন্য বিধায়করা তাতে সমর্থন জানান।
২০২২ সালের ২৮ মার্চও শুভেন্দু অধিকারী-সহ বিজেপির পাঁচ বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল। ওই অধিবেশনের আগে দু জন বিজেপি বিধায়ক সাসপেন্ড হয়েছিলেন। মোট সাত জন বিধায়ক সাসপেন্ড হন। পরে অবশ্য আদালতের হস্তক্ষেপে সাসপেনশন প্রত্যাহার করা হয়।