নতুন করে উত্তপ্ত আরজি কর। এবার থ্রেট কালচারের বিরুদ্ধে প্রতিবাদে নামলেন মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। ইতিমধ্যেই হাসপাতালে স্লোগান তোলা হয়েছে। এবার দাবি, হাসপাতালের মধ্যে যাঁরা হুমকি দিচ্ছেন, তাঁদের কড়া শাস্তি দিতে হবে। এই ঘটনায় ১২ জনকে ইতিমধ্যেই তলব করেছে হাসপাতালের অভ্যন্তরীণ কমিটি। তাদেরই কড়া শাস্তির দাবিতে ফের পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা।
আরজি করের ঘটনার পর থেকেই রাজ্যের প্রায় সব মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উঠছে থ্রেট কালচারের অভিযোগ। এবং প্রতি ক্ষেত্রেই অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের দিকে। এই পরিস্থিতিতে আরজি করের ঘটনা মোট ৫১ জনকে চিহ্নিত করা হয়েছিল।
হাসপাতালে থ্রেট কালচার রুখতে আরজি করে তৈরি করা হয়েছিল অভ্যন্তরীণ কমিটি। বুধবার, সেই কমিটির সামনেই ডাকা হয়েছে ১২ অভিযুক্তকে। তাঁদের মধ্যে অধিকাংশই চিকিৎসক। অভিযুক্তদের দেখেই ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র চিকিৎসকদের একাংশ।
যাঁদের বিরুদ্ধে আরজি করে ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ উঠেছে, তাঁদের নামের একটি তালিকাও প্রকাশ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ, ওই চিকিৎসকদের মধ্যে অনেকেই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ।